পাঁশকুড়ের মানপাতারা মাথা নাড়ে আবহাওয়ার নিশ্বাসে, তখন পাশে সজনে গাছে শুয়োপোকার ঢেউ নিশ্চয় বুঝে নেয় এস্ট্রলজি; অথচ লাল ঠোঁটের সবুজ টিয়ার কোনো দায় না থাকলেও সবার জানা আছে পাতা রঙের গায়ে মান মান গন্ধ ! যে গন্ধে বেমালুম পৌঁছে যেতে পারে sourav@lovers.in কিংবা কোনো হ্যান্ড টু হ্যান্ড বর্ণমালায়; আবার ব্যস্ত করতে পারে, কুঁকড়ানো লিপস্টিক বনবিতানের কোনো গাছের কোলে; অবাক হওয়ার কিছু নেই, মাউস ধরে অনায়াসেই এঁকে দিতে পারি তাকে। তবে ম্যালেরিয়ার সিমটম দেখা দিতে পারে হাতে, যখন ইতুপুজোর মন্ত্রপাঠ ঝিল্লির সূচ ফোটানো মনে হয় নিদ্রালু চোরকুঠুরিকে; আর সেইসব মন্ত্র কুটকুটে শুঁয়োপোকারা বোঝে বলেই তো ...
এখন ফাইল ওপেন করলেই বোঝা যাবে, সমস্ত লগ্নকালেই ইতুর অঙ্গে চির অভিমানী মান পাতার সাথে শুঁয়োপোকার কাঁচাহলুদ সম্পর্ক হয়তো www.astrologer.com -এ ভোর বসন্তে বেলজিয়ামে গিলিদের বেমালুম গুটি বানাতে পারে গোলাপি শুঁয়োপোকারা; নয়তো নিশ্বাস বদলে গেলেই
No comments:
Post a Comment