Monday, 27 February 2012

সেইসব মৃদু বাতাসের

মৃদুবাতাসের প্রতিটি অক্ষর বয়ে নিয়ে বেড়ায় সাদা কিংবা কালো 
ধোঁয়ার কানাঘুসো, কেউ কেউ বুঝিয়ে দেবে খোল-খঞ্জনির হৃদয়স্বর, 
আমি চুপচাপ ভেবে যাবো স্থির বনবিতানের সবুজ ঘাসঝোপের 
ভেতর অস্থির নড়াচড়া সদাসতর্ক হলুদ পোশাক ভালোবাসার 
পায়্চারিতে কখনোই বাধার বাসা বাঁধতে দেয় না অথচ নর্দমাক্ত 
সম্ভ্রান্ত ভিকারিনি মাটি ঘাসের গন্ধচাহিদা মাড়িয়ে তুলে বেড়াবে 
তোলা, স্বল্প প্রাপ্তিকে ছুঁড়ে ফেলে শুনিয়ে যাবে গালাগাল একটা 
সাদা মেঘ বনবিতানের মাথার উপর দিয়ে খুব ধীরে সূর্যকে হৃদয়ে
ধরে উড়ে যায় ( বিজ্ঞাপন : মুখ কিংবা মধুচন্দ্রিমা, ক.পা.-২০০ ),
সঙ্গে নিয়ে যায় তবলার প্রতিটি তাল, ব্যান্ডের গান, সুমন-অঞ্জন 

থেকে ভূমি ক্যাকটাস কতকিছুই, চলে যায় কিন্তু কত দূর, চলে 
যাও.... যতদূর কিন্তু রেখে যাও ...


সদাসতর্ক মাটি, সাদা মেঘ, তবলা, ব্যান্ডের গান সবকিছুই, অথচ 
কবিতার গন্ধমাখা একটি গেরুয়া রঙের ঘোড়া সেসবের ভেতর 
দিয়েই একটা অদ্ভূত নি:শ্বাস ছেড়ে   

No comments:

Post a Comment