Wednesday 29 February 2012

দুপুর দুপুর ভ্রম

ফিরিয়ে নিও এলোমেলো ঘাসেদের সাদামাটা কথোপকথন চেয়ে দেখ ঝাড়ের লম্বা লম্বা বাঁশ জড়িয়ে ঐ যে সবুজ লতানে গাছ ওসব আসলে পুরুল যখন বহুবার বুড়োবুড়িদের কুচকানো কণ্ঠস্বরে চাপ দিয়ে খোলা হয় বৃদ্ধাশ্রম তখনও ওর পাশ দিয়ে ভিখ মেগে ফেরে নূরবিবিরা তাকিয়ে তাকিয়ে ভাবে চোখের আড়ালে ওরা বাড়ছে আসলে যে যার নিজের মতো করে বড় হয় সত্যিই ওরা বাড়ে সরু লিকলিকে শরীর ছড়িয়ে সবের উপরে উঠে যায় অথচ সন্ধ্যার লেবু গন্ধের ভেতর জোনাকপোকার মতো নৌকাডুবি খেলে না কেউ বরং গোল অষ্টমীর দিন মা ঠাকুমারা ব্যস্ত থাকে পুকুরে পোঁতা বাঁশের উপর শালুকমালয় ঝিঙে পুরুল পুজো করতে যেসব গোয়ালপুজোয় দুপুর কেবলই এড়িয়ে যায় বিশ্বের তৃতীয় কান্নার পূর্বাভাস সেথায় কাস্তের ধারে টুকরো টুকরো ঝিঙেছেদের মতো তারুণ্যের গোটা গোটা ইচ্ছাসকল সেসবই ভাবি আজ ( বিজ্ঞাপন: প্রিয় জয়দেবদাকে ) চেয়ে দেখি ডোবার পাড়ে হোপামাঁচায় ঘোরেফেরে ফড়িং কয়েকটি প্রজাপতি এলোমেলো আসলে ভাবনাও সব এলোমেলো তবুও ওরা ...

বৃষ্টির আগে যেসব কণ্ঠস্বর আমাদের চারপাশে নিয়মিত ঘুরে ফিরে তারা ঝিলের আশপাশে বকেদের আইলিড ছুঁয়ে ছুঁয়ে নূরবিবির স্বামী আর সন্তানের সংখ্যা কষে মজা পায় আসলে আল্লার দোহায় দিয়ে  

No comments:

Post a Comment