Monday 27 February 2012

এবং পাতার কান্না

শিশুর কান্নায় কাঁপা কাঁপা বাতাস পারবে কি নির্বাচনী প্রচারের 
চিৎকার চেঁচামেচিকে এড়িয়ে বয়ে যেতে কুসুমডাঙার মাঠ, যেতে
হলে আনন্দে কাঁদিয়ে দিয়ে যেও, উড়িয়ে নিয়ে যেও কলকাতার 
পোশাক, পাতার পোশাকে লিখে দেব ভালোবাসার কথা, চুপচাপ পাঠ 
সারবে ধানের চারা আলের ঘাস, তাহলে ঠিক কী নিয়ে যাবে সাথে 
কিংবা নিয়ে আসবে ঝড়ে, মৃদুমন্দ বাতাসে নয়, ঝড়েরএক হ্যাঁচকায় 
নস্যাৎ করে দাও যৌনতার চ্যানেল, প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের 
অমেয়েদের ব্লাউজের হুক শক্ত হোক ( বিজ্ঞাপন বিরতি: ইচ্ছা আবেগ 
কল্পনার সাথে বাস্তবের একটা সাদৃশ্য খুঁজতে চেয়ে ভালো লাগা বা
 আনন্দ পাওয়ার নামই কবিতা ... ) কুসুমডাঙার মাঠে সবুজ আলে যে 
সমস্ত কালো মেয়েরা কাস্তে হাতে বিশ্রাম নেয় কখনো, তাদের বুঝিয়ে 
দিও কলকাতার শিশুর কণ্ঠ শিশুর মতোই, এখানে মাটির কোনো 
রং নেই, শুধু এড়িয়ে যেতে চাই ...

মায়ের বুকে শিশুর কান্না ভেসে বেড়াক বাতাসের কণায় কণায় ভর 
করে, সুন্দরী প্রতিযোগিতায় হেঁটে বেড়ানো পাতার পোশাক পরা 
মেয়েটিকে এসি মেশিন কি বোঝাতে পারবে সোদা মাটির স্বাদ, ইচ্ছা 
হলে হৃদয়টাকে যদি   

No comments:

Post a Comment