Tuesday 21 February 2012

সাদা তাজমহলের লাল গন্ধ

সাদা তাজমহলের নিপুণতা বিস্ময়ের পথ ধরিয়ে দিতে পারে । সে পথেই হাঁটতে হাঁটতে হঠাৎ করেই গা গুলিয়ে ওঠে ওর লাল গন্ধ নাকে আসলে, উগরে দিতে ইচ্ছা করে বদহজম হওয়া শাহজাহানের ভালোবাসার বিস্ময় , অভক্তিতে গলা ঠেলে বেরিয়ে ওস্তাদ ঈশার টকগন্ধযুক্ত কৃতিত্ব। দক্ষতাপূর্ণ কারুকার্যের শরিক পৃথিবীর অন্যতম আশ্চর্যের ইতিহাস যদি গোলাপি হয় -- তবে সবুজ মন তো চাইবেই সাদা শরীরের থেকে গোলাপি পুষ্পগন্ধে চুমুক দিতে ! সেভাবেই মাতাল হয়েছিলাম , বুঝিনি যে গোলাপি পুষ্পগন্ধের ভেতর থেকে লাল গন্ধ বেরুবে -- যে গন্ধে মিশে আছে ঈশার ভয়ঙ্কর আদেশ , অসংখ্য শ্রমিকের ক্লান্ত তবু বাধ্য রক্তাক্ত দুটো হাত , লাল দুটো চোখ , চাবুকের ঘায়ে ঝরে পড়া লাল রক্ত -- আরো গভীর কত কিছু !
তাজমহলের সমস্ত সাদা মারবেল তাই আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে 

No comments:

Post a Comment