Wednesday 29 February 2012

মুখ কিংবা মধুচন্দ্রিমা

শেষদুপুরে মেঠো পথ ধরে আসার সময় বাগানে সারবাঁধা অশ্বথ্ব গাছদের মনে হয় কোনো ক্লান্ত যুবকের মতো চাকরির চিঠি হাতে ঝিমিয়ে আসা মুখ; আমিও ঝলসানো মুখ ফিরিয়ে আপনপথ ধরি, দুধারে স্বপ্নের মতো খাপছাড়া ধনচেগাছ; মুখ তুলে তাকালে সামনেই দিগন্ত অথচ সামনে নয়; মৃদু বাতাস কাঁপিয়ে কোনো অবিবাহিতা পাশ কাটিয়ে গেলে, একটু দেখতে ইচ্ছা হয় ভাগ্যবতীদের, বাপমায়ের দুশ্চিন্তা ও আদরে পুষ্ট যৌবন, তারপর কপাল ফাটিয়ে মধুচন্দ্রিমার দিকে, যৌতুক শরীর হৃদয় দিয়ে স্বামীকে সাজিয়ে .... আমরা প্রেমিকার যোগ্য স্ত্রীর যোগ্য নই; স্বামীর যোগ্যতা অর্জিত হলে ভাগ নিও প্রত্যেকটি রাত, চিন্তাহীন ঘুম, তারপর অবৈতনিক দাসীর সাথে নিজের লীন মিলগুলি খুঁজে খুঁজে ...


শীত গ্রীষ্ম বর্ষার একেকটি দুপুর আমার কাছে একেকভাবে আসে, আজ হয়তো   

No comments:

Post a Comment