Wednesday 29 February 2012

নামধাতু

কয়েকটা আকুল নামধাতু উড়ছিল আকাশে 
আমি স্বপ্ন পেতেছিলাম সবুজ ঘাসের উপর 
সেখানে আকাশ শুনিয়েছিল তোমার অভিমানী পায়ে নূপুরের আওয়াজ 
আমি তখন জানালার ধারে শুয়ে চাদর টেনে মুড়ে প্রাণপণে প্রতিরোধ করতে চাই 
শীত শীত কাঁপুনি - জ্বর হওয়া শীতকাল আর ... 

No comments:

Post a Comment