Wednesday 29 February 2012

শিরোনাম নেই

বেনেবউ আর ধুলোর পাহাড় আজ অনেকটা দূর, ডট কমের আত্মীয়তা বলতে ঘাসের থেকে শিশির গড়িয়ে পড়াও হতে পারে কিংবা তা নয়, তবুও ঢোক গিলে কেউ কেউ ( বিজ্ঞাপন বিরতি: রাতকানা আর চাঁদরঙ নিয়ে, এখন নিদাঘ ) বলে উঠবে চমকাইতলার রুপকথা, আমাদের বেনেবউরা মুখস্ত করে তৃতীয় পানিপথের যুদ্ধ, ওয়াহাবি আন্দোলন কিংবা সংবাদ প্রভাকর বা তত্ত্ববোধিনীর প্রতিষ্ঠাতাদের ইতিকথা, ঘাসেরা নীল এবং নীল, পাশাপাশি কয়েকটা পিঁপড়ে যখন অগ্রগতির লাশ বয়ে নিয়ে যায়, তখনও তারা ... 

No comments:

Post a Comment